রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বটা এখন গ্লোবাল ভিলেজ। তাই অর্থনৈতিক মন্দা হলে তার প্রভাব আমাদের দেশেও এসে পড়বে। তাই আমাদেরকে সাশ্রয়ী হতে হবে।
বুধবার (১৯ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ড. ইয়াফেস ওসমান।
প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিশ্বের অনেক দেশে খাদ্য নিয়ে হাহাকার শুরু হয়েছে। কিন্তু আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা দিয়েছি। আমাদের দেশে এখন খাদ্যের জন্য তেমন হাহাকার করতে হয় না।
এ সময় উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, এক সময় উত্তরবঙ্গে মঙ্গা বা দুর্ভিক্ষ দেখা দিতো। তখন খাদ্য নিয়ে সেসব অঞ্চলে হাহাকার ছিলো। কিন্তু মঙ্গা দূর হয়েছে। এখন তাদের প্রয়োজন কর্মসংস্থান। আমরা সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।