মঙ্গলবার রাত ১টার সর্বশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্নিঝড় সিত্রাং এখন কিশোরগঞ্জ ও ঢাকার পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি দ্রুতগতিতে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ৫-৬ ফুট জলোচ্ছ্বাস হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘন্টায় ৭৩ কি.মি.।
ঘূর্ণিঝড়টির নাম ‘সিত্রাং’, থাইল্যান্ডের দেয়া। তবে শব্দটি শ্রীলঙ্কাভিত্তিক। এর অর্থ ‘পাতা’ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।