এ বছরের প্রথম ৯ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১৬ হাজার ১৫২ জন। কিন্তু শুধুমাত্র চলতি মাসের (অক্টোবর) ২৫ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন। আক্রান্ত হওয়ার এ সংখ্যা গত ৯ মাসে সর্বোচ্চ।
এর আগে শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ মৌসুমে সারাদেশে ডেঙ্গুর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৮২ জন রোগী ঢাকার এবং ৯ হাজার ৬৩৪ জন ঢাকার বাইরের।
মঙ্গলবার (২৫ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৫৬ জন।
চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।