একের পর এক অঘটনের জন্ম দিয়ে যাচ্ছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। প্রথম রাউন্ডে নামিবিয়ার কাছে শ্রীলংকা এবং স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হারে ওয়েস্ট উইন্ডিজ।
এরপর সুপার টুয়েলভ রাউন্ডে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে হারে ইংল্যান্ড।এবার অপেক্ষাকৃত কম শক্তির জিম্বাবুয়ের কাছে হারলো পাকিস্তান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলের রোমাঞ্চে জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরেছে পাকিস্তান।
সুপার টুয়েলভ রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে। লক্ষ্যতাড়ায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান।
এর আগে পার্থে টস জিতে আগে ব্যাটিংয়ে নেন জিম্বাবুয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার ক্রিজে থিতু হওয়ার পরেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ওয়েসলি মাধেবেরে ১৭ রানে এবং ক্রেইগ আরভিন ফিরে যান ১৯ রান করে। পরবর্তীতে মিল্টন শুম্বা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা কেউই পারেননি দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে।
ক্রিজে থেকে শন উইলিয়ামস এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও পারেননি দলের হয়ে বড় রান করতে। ফিরেছেন ৩১ রান করে। মূলত শাদাব খান এবং মোহাম্মদ ওয়াসিমের বোলিং তান্ডবে দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানি এই পেস বোলার একাই নেন ৪ উইকেট এছাড়া শাদাব খান নেন ৩ উইকেট।
তবে শেষ দিকে ব্রাড ইভান্সের ১৫ বলে ১৯ রানের চেষ্টায় সম্মানজনক স্কোর পায় জিম্বাবুয়ে। রায়ান বার্ল চেষ্টা করেও ১৫ বলে করেছেন মোটে ১০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৩০ রান।
Leave a Reply