টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান নিলেন বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত। পাওয়ার প্লেতে দারুণ বোলিং করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন পেসাররা। রোহিত শর্মার উইকেটে হারিয়ে যেখানে মাত্র ৩৭ রান তুলতে পারল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ।
অ্যাডিলেডে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
বোলিংয়ে শক্তি বাড়াতে বাংলাদেশ সৌম্য সরকারের জায়গায় একাদশে যোগ করেছে শরিফুল ইসলামকে।
এ ম্যাচে বাংলাদেশ ও ভারত যখন খেলতে নামছে, তখন দুই দলের সামনেই খোলা সেমিফাইনালে খেলার পথ। তিনটি করে ম্যাচ শেষে দুই দলেই দুটি করে জয়।
বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। মাঝে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধাক্কা খায় ভারত।
এখন বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলে আরও বড় ধাক্কা খেতে হবে ভারতকে। কারণ এতে সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের।
নিজেরা নির্ভার থেকে প্রতিপক্ষের ওপর থাকা এই চাপের সুযোগটা নিশ্চয়ই নিতে চাইবে বাংলাদেশ।
শেষ খবর ভারত ১২ ওভারে ১০১ রান ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।