টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ওভালে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে সাকিবরা। চার পেসার নিয়ে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই ভারতের ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করে।
শুরুতে ১১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ভারত। হাসান মাহমুদের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এরপর ভারতের হয়ে কেএল রাহুল ও বিরাট কোহলি রানের চাকা সচল রাখার চেষ্টা চালান। কেএল রাহুলের পরে যাদবকে ফিরিয়েছেন সাকিব। এরপর হার্দিক পান্ডিয়াকে ফিরিয়েছেন হাসান মাহমুদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭০ রান। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত একমাত্র উইকেটটি নেন হাসান মাহমুদ।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।
Leave a Reply