ফরিদপুরের ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশের জন্য শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। তবে দলীয় ফোরামে মিটিং করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
জানা যায়, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের জন্য বিএনপি'র পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ বিকল্প আরো তিনটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।
আরো জানা যায়, সোমবার দুপুরে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সম্ভাব্য গণসমাবেশস্থল পরিদর্শনও করেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, বিভাগীয় গণসমাবেশে জনস্রোত দেখে সরকার ভীত হয়ে বড় মাঠ দিতে চাচ্ছে না। তারা ছোট মাঠ দিতে চাচ্ছে। তবুও আমরা আশা করছি, আমাদেরকে রাজেন্দ্র কলেজের মাঠেই জনসভার অনুমতি দেবে।
এ সময় অন্যান্য বিভাগীয় গণসমাবেশের চেয়ে ফরিদপুরের গণসমাবেশ আরো বড় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।