বিএনপির রংপুর ও বরিশালে সাংগঠনিক বিভাগীয় সমাবেশের সমন্বয়কের দায়িত্ব পালনের পর এবার দলের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সমাবেশের কার্যক্রম এগিয়ে নিতে সোমবার সরেজমিনে যান ডা. জাহিদ হোসেন। বিভাগীয় গণসমাবেশের জন্য শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ পরিদর্শন করেছেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।