ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের ২১ মাস পর ৩১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২১ সালের ১৯ জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি করা হয় তামজিদুল রশীদ চৌধুরী রিয়ানকে, আর সাধারণ সম্পাদক করা হয় মো. ফাহিম আহমেদকে। সাংগঠনিক সম্পাদক করা হয় আফিক বিন ইসলামকে।
এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে জায়গা পেয়েছেন ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন করে মোট ২২ জন। এছাড়া আরও বিভিন্ন পদ ও সদস্য মিলিয়ে মোট ৩১৫ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান বলেন, ঢাকা থেকে ৩১৫ সদস্য বিশিষ্ট কমিটি পেয়েছি। আমি ফরিদপুরের পথে রওয়ানা হয়েছি। জেলা ছাত্রলীগের অনেক কর্মী এই কমিটিতে জায়গা পেয়েছেন। নেতার খাতায় তাদের নামটা গেছে এটাই আমার কমিটির সফলতা।
পূর্ণাঙ্গ কমিটি গঠনে দেরির প্রসঙ্গে তিনি বলেন, নানা কারণে পূর্ণাঙ্গ কমিটি দিতে এতদিন দেরি হয়েছে। তবে এখন পুরোদমে জেলা ছাত্রলীগের কার্যক্রম চলবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।