উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে পাওয়ার প্লেতেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দলটি। যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে শেষে দলীয় রান ৫৫। ১৭ বলে ২৮ রানে মোহাম্মদ রিজওয়ান ও ১৯ বলে ২৫ রানে অপরাজিত আছেন বাবর আজম।
এর আগে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিডনিতে আগে ব্যাট করতে নেমে ডেরিয়েল মিচেলের ব্যাটে লড়াই করার পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। মিচেলের হার না মানা ৩৫ বলে ৫৩ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় কিউইরা। কেন উইলিয়ামসনের ব্যাটে আসে ৪৬ রান।
জয়ের জন্য পাকিস্তানকে ১৫৩ রানের লক্ষ্য দেয় তারা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।