ফরিদপুর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজডএম জাহিদ হোসেন বলেছেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের উপকেন্ঠ কোমরপুরের আজিজ ইন্সটিটিউশন মাঠে গণসমাবেশস্থলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে লক্ষাধিক লোকের সমাগম হবে গণসমাবেশে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।
এদিকে, আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে আসতে শুরু করেছেন। গণসমাবেশস্থলে মঞ্চসহ অন্যান্য প্রস্তুতি চলছে। দলের শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো এলাকা।
সকালে গণসমাবেশ উপলক্ষে শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু।
Leave a Reply