1. admin@thedailypadma.com : admin :
তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে- মির্জা ফখরুল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে- মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

খালেদা ইয়াসমিন লিপি , ফরিদপুরঃ তারেক জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের এই ফ্যাসিস সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার কেমন হবে তা আগামীতে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশনা দেবেন।

ফরিদপুর বিভাগীয় সমাবেশে এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার বলেন আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। আর মিডিয়া বলে হবে। আপনারা দুর্ভিক্ষের কথা বলে জনগনের কাছ থেকে আপনাদের লুটপাটের কথা আড়াল করতে চাইছেন। কারন আপনারা দেশের রিজার্ভ শুধু চিবিয়েই খাননি গিলে খেয়েছে।

তিনি বলেন, ফরিদপুরের আজকের লাখো জমায়োত এই সমাবেশ বুঝিয়ে দিয়েছে আন্দোলন কি? সরকার পতনের ডাক শুরু হয়ে গেছে। আমরা আর ঘরে ফিরে যাব না। সরকার পতন করেই ঘরে ফিরবো।

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। সরকার পতনের মাধ্যমে তত্বাবধায়ক সরকার গঠন করবো, নতুন নির্বাচন গঠন করবো, তারপর জাতীয় সরকার গঠন করবো। আর আমরাই এ দেশের গনতন্ত্র ফিরিয়ে দেব।

আ’লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে। ভুতের মুখে রাম নাম। তাদের গণতন্ত্র মানে গুম,খুন,মামলা,হামলা করা। তাদের এতো ভয় কেন?  ক্যাসিনো সম্রাট মুক্তি পায় আর খালেদা জিয়াকে আটকে রাখা হয়। তারেক রহমানকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। দেশে আসতে দেওয়া হয় না। কথা গুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের মানুষকে সারা বিশ্বের কাছে লজ্জায় ফেলেছেন। তাদের লজ্জা নেই। এবার সময় এসেছে নতুন করে যুদ্ধ করার। আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে শৃঙ্খলের জিঞ্জির। তারা মনে করেন এদেশ তাদের।এদেশ তাদের বাপের দেশ। গুম খুন করে রেহাই পাবেন না। আজকে আপারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র আপনারা শেষ করে দিয়েছেন। তাদের ভাবটা এমন তোরা যে যা বলিস ভাই আমরা সোনার হরিণ চাই। কিন্তু এবার আর তা হবে না। মানুষ জেগে উঠেছে। এবার আর রাতের ভোট হবে না। আমরা রুখে দাড়াবো। দেশনেত্রীকে মুক্ত করবো। আমাদের এক দফা এক দাবি, ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ।

শনিবার(১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আওয়ামী লীগকে সিন্দাবাদের ঘোড়ার সাথে তুলনা করে বলেন, নির্বাচনের কথা বলেলেই আমাদের গলা চেপে ধরার দিন শেষ। এখন গদি ছাড়ার সময় হইছে আপনাদের। পালানোর পথ খুজেন। এদেশের জনতা আজ জেগে উঠেছে। ১৫ বছর আগে ভোটার হওয়া যুবকরা আর ভোট দিতে পারেনি। ভোট রাতের আধারে আপনারাই চুরি করে নিয়েছেন। নিজেরাই ভোট দিয়েছন। ফরিদপুরে আসুন দেখে যান। আমাদের সমাবেশকে বাধা দিতে যে দোকানদারদেন দোকান বন্ধ রাখতে বলেছিলেন তারা আজ দোকান বন্ধ করে সমাবেশে এসেছে। আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এ দেশের জনগনের অধিকারের যুদ্ধ।  আর যুদ্ধে আমারাই জয়ি হব ইনশাআল্লাহ।

এতে অন্যানের মধ্যে  বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটি সদস্য মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির দুই সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান। কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হক, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফউনবী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews