1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মাঠ রাতের মধ্যেই মানুষে ভরে গেছে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মাঠ রাতের মধ্যেই মানুষে ভরে গেছে

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৯ Time View

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এজন্য শুক্রবার (১১ নভেম্বর) থেকেই শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠে আসতে শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।

রাতের মধ্যেই মানুষে ভরে গেছে মাঠ। ফরিদপুরসহ পাশ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের এ গণসমাবেশে ভিড় শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের মাঠ ছাড়িয়ে ঢাকা-ফরিদপুর মহাসড়ক হয়ে শহর পর্যন্ত জনসমাগম ঘটবে।

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের এ গণসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ হিসেবে পরিগণিত হবে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দু’দিন বিআরটিসি বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। কেননা বাধা পেলেই মানুষ বেশি বের হয়, বাঁধ ভাঙার জন্য। তাই মানুষ বিএনপিকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews