
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ।
শনিবার বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হলেও এখনও সমাবেশস্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা আসেননি।
জানা গেছে, সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ফরিদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কবির আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
এদিকে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলের মাঠে উপস্থিত হয়েছেন। কানাই কানাই পূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল। স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।
এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশ কভার করতে আসা সাংবাদিকরা।
বাস ধর্মঘট ও না বাধা পেরিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে। ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। এখনও নেতাকর্মীরা আসছেন।
সরেজমিনে দেখা গেছে, আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড় থেকে সমাবেশস্থল পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভাগীয় এই গণসমাবেশের একদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, নসিমন, ইজিবাইককে সমাবেশস্থলে পৌঁছেছেন।
ট্রলারে করে শিবচর থেকে আসা স্বেচ্ছাসেবকদলের নেতা রেজাউল করিম বলেন, আমাদের ভাড়া করা বড় ট্রলার বাধা দেয় শিবচরের স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে ওই ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলোও আনতে পারিনি। শত বাধা পেরিয়ে আমরা সমাবেশে এসেছি। সফল করে যাবো।
মাদারীপুর থেকে আসার দলটির আরে নেতা বলেন, কিছু পথ ইজিবাইকে, কিছু পর অটোরিকশায় ভেঙে ভেঙে এসেছি।
এদিকে, বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে সেখানে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন। দুদিন ধরে তাদের অনেকে খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন।
সমাবেশের সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা জানান, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় নিউজ পাঠাতে পারছি না। ইন্টারনেট সচল না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নেই।
Leave a Reply