খালেদা ইয়াসমিন লিপি,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় চার্জার ফ্যান কেড়ে নিল নবজাতকের প্রান। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে মারা গেছে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধান শিশু তামিমা । নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের ইসমাইল হোসেনের ৬ মাসের শিশু কন্যা তামিমা আক্তার। গত ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ব্যবহৃত ফ্যান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের সৃষ্ট আগুনে পুড়ে আহত হয় শিশুটি। আহত অবস্থায় শিশুটিকে ঢাকার বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মারা যায় শিশুটি।
শিশুটির পিতা ইসমাইল হোসেন বলেন, গত ৭ নভেম্বর বেলা ১১ টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এসময় ফ্যানে আকস্মিক শট সার্কিটে আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে গলে বিছানায় আগুন ধরে যায়। শিশুটিকে দ্রæত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশু তামিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশু তামিমা মৃত্যুবরণ করে।
রোববার সকাল ১০ টায় বড়পাইককান্দি গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।