পাকিস্তানের স্বপ্ন গুড়িয়ে ইংল্যান্ডের হাতে শিরোপা ওঠার মধ্যদিয়ে পর্দা নেমেছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের।
রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে শিরোপা হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শিরোপা ঘরে তুলেছে। তাদের আগে কেবল ওয়েস্ট ইন্ডিজই দুইবার শিরোপা ঘরে তুলতে পেরেছিল। ইংল্যান্ড প্রথমবার শিরোপা জিতে ২০১০ সালে।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অন্যান্য দল কত টাকা পেল:
চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।)
রানার্সআপ: পাকিস্তান (০.৮ মিলিয়ন ডলার অর্থাৎ ৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।)
সেমিফাইনালিস্ট: ভারত ও নিউজিল্যান্ড (০.৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৪ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা)।
সুপার টুয়েলভ: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস (০.২ মিলিয়ন ডলার অর্থাৎ ২ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকা)।
প্লেয়ার অব দ্য ম্যাচ সেরা: স্যাম কারান (ইংল্যান্ড)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: স্যাম কারান (ইংল্যান্ড)।
সর্বোচ্চ রান সংগ্রাহক: বিরাট কোহলি (ভারত)।
সর্বোচ্চ উইকেট শিকারি: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
উল্লেখ্য, ২০২৪ সালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর। যার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যেখানে অংশ নিবে ২০ দল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।