প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ৬:১২ পি.এম
বিশ্বকাপ চলাকালীন যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা
শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ চলাকালীন যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে হাজির হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্ব নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির আবেদন জানিয়েছেন। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর চলবে ফুটবল বিশ্বকাপ। এজন্য এক মাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
ফিফা সভাপতি বলেন, ফুটবল জীবনেরই অংশ। হয়তো তার চেয়েও বেশি কিছু। ফুটবল একটা আবেগ।
ইনফান্তিনোর কথায়, বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। বিশ্বকাপ মানুষকে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ্য। বিশ্বের এ সংকটময় পরিস্থিতিতে ফুটবলই পারে শান্তি ফেরাতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই এ মন্তব্য করেন ফিফা সভাপতি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।