ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে অন্তত ৩০০ জন আহত হয়েছে।
জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেয়া হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।
মেট্রো টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সিয়াঞ্জুর প্রশাসনের প্রধান হারম্যান সুহেরম্যান বলেন, আমি বর্তমানে যে তথ্য পেয়েছি, শুধু এক হাসপাতালেই প্রায় ২০ জনের মরদেহ রয়েছে। এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ভবনগুলোর ধ্বংসাবশেষে চাপা পড়ে আহত হয়েছে।
বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী ইন্দোনেশিয়ার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, আবারও ভূমিকম্প হতে পারে। এজন্য লোকজনকে ফাঁকা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।