যশোরে স্মরণকালের বড় জনসমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ সামবেশ অনুষ্ঠিত হবে। ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাপরবর্তী সময়ে যশোরের জনসভাই হবে ঢাকার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচি।
আওয়ামী লীগ সূত্র জানায়, জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল।
এ জনসভা সফল করতে আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক কাজ করছেন। এছাড়াও ইতোমধ্যে যশোরে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
Leave a Reply