ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কার পেল দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ।
সোমবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২–এ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। শনিবার ফরিদপুর ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা।
তিনি আরও বলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার পক্ষে আমি নিজে (রিজভী জামান) পুরস্কার গ্রহণ করি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।