পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। শুক্রবার (২ ডিসেম্বর) বিশ্বকাপে রয়েছে তিনটি ম্যাচ। এই ম্যাচগুলোতে মাঠে নামবে ছয়টি দল।
খেলতে নামা দলগুলো হলো- দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, ক্যামেরুন, ব্রাজিল।
আজকের প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। যা বিটিভি, টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।
দিনের দ্বিতীয় ম্যাচে ঘানার মুখোমুখি হবে উরুগুয়ে। এ ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। যা গাজী টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
রাত ১টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ক্যামেরুন। এটিই আজকের দিনের শেষ ম্যাচ। যা বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভিতে সম্প্রচার করা হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।