তিন ম্যাচেই ছিলেন একাদশে। পোল্যান্ডের বিপক্ষে তাকে বিরতির পরপরই তুলে নেয়া হয়। এই অ্যাঞ্জেল ডি মারিয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে সংশয়। হালকা ইনজুরি আছে তার।
অভিজ্ঞ এই মিডফিল্ডারকে সুস্থ করতে সব চেষ্টা করছেন আর্জেন্টিনার ট্রেইনার ও ফিটনেস কোচরা। সংবাদ সম্মেলনে অবশ্য ডি মারিয়াকে নিয়ে আশাহত হওয়ার মতো কিছু বলেননি কোচ স্ক্যালোনি। আবার আশাও দেখাননি ।
কোচ জানান, ডি মারিয়াসহ আরা কয়েকজনকে তিনি শেষ প্র্যাকটিস সেশন পর্যন্ত দেখবেন। তবে ডি মারিয়ার জন্য ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ডি মারিয়ার পাস থেকেই মেক্সিকোর বিপক্ষে গোলটি করেছিলেন মেসি। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে তার গোলেই ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
Leave a Reply