সবশেষ ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তর নাম ঘোষণা করা হয়।
ময়মনসিংহে আওয়ামী লীগের এই সম্মেলনের মাধ্যমে জেলা ও মহানগর ইউনিটে ঘোষণা করা হবে নতুন কমিটি। নতুন নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, এ নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। পুরো নগরী নেতাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট পীযুষ কান্তি ও অ্যাডভোকেট জালাল উদ্দিন খান সহ আরও বেশ কয়েকজন।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন- মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, বর্তমান জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন, শরীফ আহমেদ এবং প্রচার সম্পাদক আহসান আজাদসহ আরো বেশ কয়েকজন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি পদ পেতে প্রচারণা চালাচ্ছেন বর্তমান সভাপতি এহতেশামুল আলম, সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সাদেক খান মিল্কী টজু প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।
এদিকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, সম্মেলনের পুরো জায়গা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পাঁচ শতাধিক পুলিশ। গোয়েন্দা নজরদারিও রয়েছে।
Leave a Reply