আল থুমামা স্টেডিয়ামে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে পোলিশদের ৩-১ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের ৪ মিনিটেই ফ্রান্সের রাফায়েল ভারানে গ্রিজম্যানকে বল দিলে গ্রিজম্যান ডান দিকে থেকে গোল করার চেষ্টা করেন। তবে পোলিশদের রক্ষণভাগ এড়াতে পারেননি। তবে তারপর ফ্রান্স গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ১৩ মিনিটে ফ্রান্সের চুয়ামিনি পোল্যান্ডের রক্ষণে বল পেলেও পোল্যান্ডের গোলকিপার ভয়চক সেজনি তা রুখে দেন। ম্যাচের ২০ মিনিটে আবারো ফ্রান্সকে হতাশ করেন সেজনি।
এক মূহুর্ত পরেই গোল করেন সুযোগ পায় পোল্যান্ড। রবার্ট লেভানডফস্কি দারুণ এক শট নিলেও গোল করতে পারেননি। প্রথমার্ধের অধিকাংশ সময়ে ফ্রান্সের ফরোয়ার্ডরা শুধু হতাশই করেছেন। ২৯ মিনিটে ওপেন গোল করার সুযোগ মিস করেন অলিভিয়ের জিরুড। এছাড়া ৩৫ মিনিটে সুযোগ হারান কিলিয়ান এমবাপ্পে।
তবে গোলকিপার দেরও কৃতিত্ব দিতেই হবে। ৩৮ মিনিটে ডাবল সেভ করে পোল্যান্ডকে হতাশ করেন ফ্রেঞ্চ গোলকিপার হুগো লরিস। এরপর ম্যাচের ৪৪ মিনিটে পোল্যান্ডের রক্ষণদূর্গ ভাঙতে সক্ষম হয় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের এসিস্ট থেকে গোল করেন অলিভার জিরুড। ফ্রান্স লিড নেয় ১-০ ব্যবধানে। এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।