প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২২, ৯:৪০ এ.এম
ভারতকে ১৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন। সাকিব ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পেলেন সাকিব। ৪৭ রানে চার উইকেট নিয়েছেন এবাদত হোসেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন লোকেশ রাহুল।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-এবাদতদের তোপে প্রথম ইনিংসে ১৮৬ রানে অল আউট হয়েছে শক্তিশালী ভারত।
মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং উদ্বোধন করান তিনি। কাটার মাস্টার প্রথম ওভারে দেন মাত্র ১ রান।
এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। যার ফলশ্রুতিতে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ।
মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগে স্টাম্পে। পড়ে যায় বেল। ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।
মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ধাওয়ান। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দেখেশুনে খেলে দলকে কিছুটা পথ এগিয়ে নেন কোহলি আর রোহিত। ১০ ওভারে ভারত তোলে ১ উইকেটে ৪৮ রান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।