আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘এটা হবে নতুন শুরু। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি। খুব ইতিবাচকও আছি আমরা। কালকে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। ’
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন ম্যাচটি কঠিনই হবে, ‘আগের ম্যাচ থেকে ইতিবাচক ও নেতিবাচক দিক থেকে শিখতে হবে। সব বিভাগেই আমাদের উন্নতি করতে হবে। কারণ জানি, ম্যাচটা কঠিন হবে। ’
মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলার পর তৃতীয় ম্যাচটি খেলতে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।