প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে ঝড় বইয়ে দিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১ গোল পরিশোধ করতে পারলেও ব্রাজিলের শুরুর ঝড়েই যেন ৪-১ গোলে হারিয়ে গেল তারা। প্রথমার্ধেই ব্রাজিলের চারজন ভিন্ন ভিন্ন খেলোয়াড় ৪টি গোল করেন। ভিনিসিয়াস জুনিয়রের প্রথম গোলের পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। বাকি দুটে গোল করেছেন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা। দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আক্রমণের মেজাজে থাকলেও, আক্রমণের ধার কমে আসে। আর ৮০ মিনিটের মাথায় সিউং হো পাইকের গোলে ব্যবধান কমিয়ে আনে দক্ষিণ কোরিয়া।
কাতারের স্টেডিয়াম ৯৭৪ -এ শেষ ষোলোর দ্বৈরথে মুখোমুখি হয় ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠেছে ব্রাজিল। বিপরীতে 'এইচ' গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।
একাদশে আজ ফিরেছিলেন নেইমার। যা সেলেসাওদের বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চোট পেয়ে ৯ দিন মাঠের বাইরে ছিলেন তিনি।
আজ মাঠে নামার সাথেই বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার সংখ্যায় কাফু এবং দুঙ্গাকে ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড গড়লেন থিয়াগো সিলভা। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ১১তম ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন থিয়াগো।
দুটি গোল খাওয়ার পর কিছুটা হুঁশ ফেরে দক্ষিণ কোরিয়ানদের। এবারে পাল্টা-আক্রমণের চেষ্টা করে দলটি। বল পায়ে পেয়ে ডিবক্সের বাইরে থেকে ব্রাজিলের গোলবার লক্ষ্য করে শট নেন আগের ম্যাচে গোল করা হুয়াং হি চ্যান। অ্যালিসন বেকার বা দিকে ডাইভ দিয়ে শটটি সেভ করেন।
২৯তম মিনিটে অধিনায়ক থিয়াগো সিলভার বাড়ানো পাস থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন ব্রাজিলের নাম্বার নাইন রিচার্লিসন।
৩৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে চতুর্থ গোলটি করেন লুকাস পাকুয়েতা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।