নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে।
বুধবার দুপুরের দিকে নেতাকর্মীদের সাথে এ সংঘর্ষ শুরু হয়।
এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বিএনপির নয়াপল্টনের অফিসের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুরে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
বিএনপি নেতাকর্মীদের সরাতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন রণক্ষেত্র পরিণত হয়ে উঠেছে।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।
Leave a Reply