বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালায়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দফতরের দায়িত্বে থাকা নেতা ও কর্মকর্তাদের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ২০ মিনিটে তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করে আনে পুলিশ।
রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের পর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এখনো নয়া পল্টনের মূল ফটকের সামনের ফুটপাতে বসে অবস্থান করছেন।
তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।