আজ (৯ ডিসেম্বর) প্রচার হচ্ছে না জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এই তথ্য নিশ্চিত করেছেন নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে আজ প্রচার না হওয়ার কারণও জানিয়েছেন।
নির্মাতা অমি আজ ব্যাচেলর পয়েন্ট প্রচার না হওয়ার কারণ উল্লেখ করে তার স্ট্যাটাসে লেখেন, ‘বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ দুটি আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার উদ্বেগ উৎকণ্ঠার প্রতি সম্মান রেখে ব্যাচেলর পয়েন্ট-এর আজকের পর্বটি নির্দিষ্ট সময়ে দেখানোর পরিবর্তে ১০ ডিসেম্বর শনিবার বেলা ৩টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে দেখানো হবে।’
নির্মাতা অমি আরও লেখেন, ‘এবং শনিবারের পর্বটি রবিবার রাত ৯ টায় এবং রবিবারের পর্বটি সোমবার রাত ৯টায় দেখানো হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।’
অমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও লেখেন, ‘দর্শকদের বিনোদনই আমাদের সঙ্গী। ব্যাচেলর পয়েন্টের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।’
উল্লেখ, আজ কাতার বিশ্বকাপে রাত নয়টায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া এবং রাত একটায় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডেসের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।