বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি প্রিজন ভ্যানে তাদেরকে আনা হয়।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা কোর্ট চত্বরে মিছিল করতে শুরু করেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালত তোলাকে কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আদালতে দায়িত্বরত লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, আদালতে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা আদালত প্রাঙ্গনে বাড়তি নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছি।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
Leave a Reply