ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ক্রোয়াটদের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। শেষ চারের বাধা টপকাতে শিষ্যদের নিয়ে কয়েক ধাপে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
নামের পাশে দুই হলুদ কার্ড যোগ হওয়ায় এ ম্যাচ খেলতে পারবেন না দুই আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। সৌদি আরবের বিপক্ষে আসর।
শুরুর ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন অ্যাকুনা। এ লেফট ব্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝেই হানা দিতেন প্রতিপক্ষ শিবিরে।
অ্যাকুনার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর স্ক্যালোনির জন্য। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।