কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়েছে। এরই মধ্যে লিড নিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। বিশ্বকাপ আসরে এটি মেসির ১১তম গোল। গোলটির মাধ্যমে তিনি স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন। এটি চলতি বিশ্বকাপের পঞ্চম মেসির।
মেসির গোলের ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে একক নৈপুণ্যে গোলটি করেন আলভারেজ।
আর্জেন্টিনার শুরুর একাদশ : এমি মার্তিনেস, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, পারেদেস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্ন্দান্দেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।