উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার মানতে হয়েছিল আলবিসেলেস্তেদের। ফলে চার বছর পর একই মঞ্চে প্রতিশোধ নেয়ার সুযোগ মেসিদের সামনে।
তবে স্কালোনি অবশ্য চার বছর আগের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতে ফাইনাল খেলতে চাই। তবে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ অসাধারণ খেলোয়াড়। তিনি অবশ্যই আমাদের পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন।
নক আউট পর্বের শেষ সময়ে গোল হজমের বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা সেমিফাইনালের ম্যাচে বিশেষভাবে সতর্ক থাকব।
সেমিফাইনাল ম্যাচে শুধু ভালো খেললেই হবে না, ভাগ্য সহায়ও হতে হবে বলে মনে করেন স্কালোনি। আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে নিজেদের সেরাটাই দিবে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাঠে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কখনও ভাগ্য পক্ষে থাকতে পারে। যদি আমাদের মাঠের পারফরম্যান্স ভালো হয়, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ হবে। তবে এটিই ফুটবল, কখনও কখনও সেরা দল জিততে পারে না।
স্কালোনির বক্তব্যে নেদারল্যান্ডস ম্যাচের প্রসঙ্গও উঠে আসে। তবে আর্জেন্টিনার কোচ সেসব বিশেষ পাত্তা দিতে নারাজ। তিনি বলেন, আগের ম্যাচে যেভাবে খেলা উচিত ছিল সেভাবেই খেলেছি। ফুটবলে এ রকম তর্কবিতর্ক হতেই পারে। সেজন্যেই মাঠে একজন রেফারি থাকে। আর্জেন্টিনা এরকম আচরণ কখনোই করে না। আমরা সৌদি আরবের কাছে হেরেও কিছু বলিনি। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়েছিলাম। সেখানে মেসি, পারেদেস, নেইমার একসঙ্গে বসে টানেলে গল্প করছিল। এই আচরণেই আমরা বিশ্বাস করি।
Leave a Reply