‘কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২’এর প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের সুবাদে পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে। ব্যাপারটিতে বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।
আগেই জানা গিয়েছিল লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বড়সড় ভক্ত পরী। অন্যদিকে পরী-বর রাজ সমর্থন করেন ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রাজের ব্রাজিল। অপরদিকে একই রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিতে পৌঁছে যায় পরীর আর্জেন্টিনা। সেদিনই পরী ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস’।
প্রথমদিনের ব্রাজিলের জার্সি পরা ছবি ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, বলেছিলাম,আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান! রাজ ভালোথাইক্কো।
কিন্তু ব্রাজিলের জার্সি কেন? পরীমনি তো আর্জেন্টিনার সমর্থক। গতকাল ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারানোর পরে তো আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েই ছবি পোস্ট করার কথা ছিল। কিন্তু পরীমনি ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়ে অবাক করেছে নেটিজেনদের।
এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর উচ্ছ্বসিত পরী তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘হ্যাঁ এটা একেবারেই চমৎকার।’ বোঝাই যাচ্ছে হাওয়ায় ভাসছেন পরীমণি। স্বামীর সঙ্গে খুনসুটিতে ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।
Leave a Reply