ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। রাতে এর ফলে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, চাপ কম থাকায় যানবাহনের তেমন সিরিয়াল পড়েনি। যা আছে সিরিয়ালে পার করা হচ্ছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।