1. admin@thedailypadma.com : admin :
মহান বিজয় দিবসের ছুটিতে পদ্মাসেতু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিলো লক্ষ্যনীয় - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসের ছুটিতে পদ্মাসেতু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিলো লক্ষ্যনীয়

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View
মহান বিজয় দিবসের ছুটিতে পদ্মাসেতু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিলো লক্ষ্যনীয়। মাওয়া প্রান্তের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন তারা। কেউ কেউ ট্রলার নিয়ে ছুটে গেছেন পদ্মা সেতু কাছে। আনন্দ-উল্লাসে মেতেছেন সবাই।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে মাওয়া প্রান্তে আসতে শুরু করেন দর্শনার্থীরা। সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাওয়া ঘাট এলাকা। এ সময় ঘাটের দুই কিলোমিটারজুড়ে মানুষের স্রোত দেখা যায়।
দর্শনার্থীদের মধ্যে কেউ সেতুর ছবি তুলেছেন, কেউ সেতুর সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ কেউ পদ্মা সেতু দেখেছেন। অনেকে ট্রলার কিংবা নৌকায় করে খুব কাছ থেকে দেখেছেন নদী ও পদ্মা সেতুর সৌন্দর্য।
স্থানীয় সূত্র জানায়, সপ্তাহের বৃহস্পতিবার, পদ্মা সেতু খুলে দেওয়ার পর শুক্রবার ও শনিবারসহ ছুটি কিংবা উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় জমে মাওয়া প্রান্তে। দর্শনার্থীদের যাতায়াত ঘিরে মাওয়া প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্টুরেন্ট। ফলে জাতীয় উৎসবের দিনগুলোতে মানুষের ঢল নামে। ঘণ্টার পর ঘণ্টা আনন্দে মেতে থাকেন তারা। দর্শনার্থীদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। এজন্য ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্টুরেন্টে বেচাকেনার ধুম পড়ে যায়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিজয় দিবসের ছুটিতে মাওয়া প্রান্তে ঢল নেমেছে দর্শনার্থীদের। বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আগমন ঘটেছে। অনেকে স্পিডবোট ও ট্রলারে পদ্মা সেতুর কাছে গিয়ে ছবি তুলেছেন। কেউ কেউ নদীর পাড়ে ঘুরেছেন ঘণ্টার পর ঘণ্টা।
ঢাকার মিরপুর থেকে সপরিবারে ঘুরতে আসা তুহিন বলেন, ‌বিজয় দিবসের ছুটিতে গ্রামের বাড়ি এসেছি। তাই প্রথমবারের মতো পরিবার নিয়ে স্বপ্নের পদ্মা সেতু দেখতে এলাম। পরিবারের সবাইকে নিয়ে ট্রলারে করে সেতুর কাছে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম। অনেক ভালো লেগেছে।
মাওয়া ঘাটের ট্রলারচালক মো. সুমন মিয়া বলেন, আজ পদ্মা সেতু দেখতে হাজার হাজার লোকজন এসেছেন। অনেকে ট্রলারে পরিবারের লোকজন নিয়ে সেতুর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন। আজ আয়-রোজগার ভালোই হয়েছে।
মাওয়া ঘাটের এক রেস্টুরেন্ট মালিক বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল। বিজয় দিবসের ছুটিতে হাজার হাজার দর্শনার্থী ঘুরতে এসেছেন। ঘোরাঘুরি শেষে পদ্মার ইলিশ দিয়ে ভাত খেয়েছেন অনেকে। বেচাকেনা আজ বেশি হয়েছে।
মাওয়া ঘাটের ঝালমুড়ি বিক্রেতা আব্দুর রহমান বলেন, ‘আজ ঘাটে প্রচুর দর্শনার্থী এসেছেন। সেজন্য অন্যান্য দিনের তুলনায় বিক্রি বেশি হয়েছে।’
মুন্সীগঞ্জ ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল বলেন, আমরা সবসময় দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত আছি। ঘাট এলাকা অরক্ষিত হলেও এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বিজয় দিবসের ছুটিতে ২০-২৫ হাজার দর্শনার্থী এসেছেন। কারও কোনও ধরনের সমস্যা হয়নি। এমনকি আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews