প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২২, ৪:২৭ এ.এম
ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বরাবরই দ্বন্দ্বে জড়াচ্ছেন মার্টিনেজ
টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। লে আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের পেছনে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বড় ভূমিকা রয়েছে। কিন্তু একের পর এক বিতর্কে জড়াচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক।
টাইব্রেকারে পেনাল্টি রুখে ফ্রান্সকে আটকে দেওয়া আর্জেন্টাইন এই গোলরক্ষক গোল্ডেন গ্লাভস পাওয়ার পর তা গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তার এমন আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে এই নিয়ে মুখ খুলে তার অবস্থান পরিষ্কার করেন।
ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বরাবরই দ্বন্দ্বে জড়াচ্ছেন এই গোলরক্ষক। বিশ্বকাপের ফাইনালের আগে মার্টিনেজ মন্তব্য করেছিলেন ‘এমবাপ্পে ফুটবল বোঝেন না।’ এরপর ‘গোল্ডেন গ্লাভস’ হাতে নিয়ে করেন ‘অশ্লীল অঙ্গভঙ্গি’, এতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় এই গোলকিপারকে।
এখানেই শেষ নয়, বিশ্বকাপের ট্রফি নিয়ে ড্রেসিংরুমেও এমবাপ্পেকে আক্রমণ করেন। সেখানে তিনি বলেন, ‘সবাই এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করো।’
এবার দেশে ফেরার পথে বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসে আবারও এমবাপ্পেকে নিয়ে রসিকতা করলেন এমিলিয়ানো মার্টিনেজ। ওই প্যারেডে তার হাতে একটি শিশুর পুতুল দেখা যায়, পুতুলটির মাথায় এমবাপ্পের মুখচ্ছবি লাগানো ছিল।
এ সময় এমিলিয়ানো মার্টিনেজের পাশেই দাঁড়ানো ছিলেন লিওনেল মেসি। লিওনেল মেসি এমবাপ্পেরই ক্লাব পিএসজির সতীর্থ। আর এ নিয়ে মেসির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবনতি হয় কি না, এ নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।