সাকিব আল হাসান ও লিটন দাস দুজনকেই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে ডাকা হবে, কিন্তু দল পাবেননা-কোচিতে ২০২৩ আইপিএল নিলামের ব্যাপারটা ছিল এমনই। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব-যাকেই ডাকা হচ্ছিল, আগ্রহ ছিল না কারোরই। অবশেষে দ্বিতীয় দফায় ডাক পেলেন সাকিব ও লিটন। দুজনকেই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সাকিব, লিটন দুজনকেই ভিত্তিমূল্যে নিয়েছে কলকাতা। সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রূপি (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা)। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (৬৪ লাখ টাকা)। কোচিতে হওয়া আইপিএলের এই মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, লিটন দুজনই আইপিএলে দল পেলেন।
চলতি বছরে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন। ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছেন, স্ট্রাইক রেট ৮৩.১৪। করেছেন ১ সেঞ্চুরি এবং ৪ ফিফটি। আর ১৯ টি-টোয়েন্টিতে ২৮.৬৩ গড়ে করেছেন ৫৪৪ রান। করেছেন ৪ ফিফটি এবং স্ট্রাইকরেট ১৪০.২০।
এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।
এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।
এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। গত মৌসুমে অবশ্য সাকিব দল পাননি। এবার ফিরলেন কেকেআরে।
Leave a Reply