ভারতের সপ্তম উইকেটের পতন হয়েছে। জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গতকালেরই যেন পুনরাবৃত্তি আজ। সাকিব পথ দেখাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন মিরাজ।
আইয়ারের পর এবার মিরাজের শিকার গলা কাঁটা হয়ে উঠা অক্ষর প্যাটেল। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান অক্ষরকে বোল্ড করেছেন মিরাজ।
জয়ের লক্ষ্যে চতুর্থ দিনের শুরুতেই মারমুখী ব্যাটিং শুরু করে ভারতীয় ব্যাটাররা। তবে দিনের দ্বিতীয় ওভারে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জয়দেব উনাদকাট।
এরপরে ব্যাটিংয়ে নামেন রিশাভ পান্ত। ধারণা করা হচ্ছিলো এই বুঝি অক্ষর প্যাটেল আর রিশাভ পান্ত মিলে জয় ছিনিয়ে নেবেন। তবে সে ধারণা ভুল প্রমাণ করলেন পান্ত। মিরাজের ঘূর্ণিতে কুপোকাত হয়ে মাত্র ৯ রান করে প্যাভিলনে ফিরলেন তিনিও।
পান্তকে আউট করার পর বাংলাদেশকে জয়ের আরও কাছাকাছি নিয়ে যান মিরাজ। এবার তার ঘূর্ণির ফাঁদে আটকা পড়ে অক্ষর প্যাটেল। সাজঘরে ফেরার আগে ৬৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতের সংগ্রহ এখন ৭ উইকেটে ৭৪ রান। এখনো প্রয়োজন ৭১ রান, হাতে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান বলতে আছেন শুধু শ্রেয়াস আইয়ার।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।