ফরিদপুরের ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে আজ বিকালে শুরু হয় মনোজ্ঞ ও বর্ণিল ঘুড়ি উৎসব। ‘চলো হারাই শৈশবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের ফেইসবুক পেইজ ‘ফরিদপুর সিটি’। এ উৎসবে শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার-আকৃতি ও রঙ বেঙ-এর ঘুড়ি নিয়ে অংশ নেন।
উল্লেখযোগ্য আকৃতির ঘুড়ির মধ্যে ছিল জাতীয় পতাকা, মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি, লেজ ছাড়া ঘুড়ি প্রভৃতি। এছাড়া উড়ানো হয় ছোট-বড় বিভিন্ন আকৃতির ফানুস। সন্ধ্যার পরে রংবেরঙের ফানুসে পুরো আকাশ রঙিন হয়ে যায়। পাশাপাশি চলে রংবেরঙের আতশবাজি। ঘুড়ি, ফানুস এবং আতশবাজির সামগ্রিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মাঝে তৈরি করে এক মনোরম আনন্দঘন পরিবেশ। ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের মুখর উপস্থিতিতে পদ্মার চর পরিণত হয় উৎসবের জনসমুদ্রে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কামরুল আহসান তালুকদার পি এ এ, জেলা প্রশাসক, ফরিদপুর, জনাব মোঃ শাহজাহান পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর , জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা। পুলিশ সুপার মহোদয়কে ফরিদপুর সিটি অর্গানাইজেশন গ্রুপের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।