না, না, মাফ করবেন ন্যান্সি কোনও মানবীর নাম নয়। ন্যান্সি হলো একটি মাদি কুকুর। কুকুর বলে ন্যান্সিকে মোটেই অবহেলা করবেন না। ন্যান্সি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অথবা বিএসএফের স্নাইপার ডগ।এহেন ন্যান্সি কর্তব্যরত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে তিনটি কুকুর শাবকের জন্ম দিয়েছে।
তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু, সমস্যা অন্যত্র। বিএসএফের সারমেয় বাহিনীর সব কিছু ক্যালেন্ডার বাঁধা। মানে কবে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, কবে তারা কি খাবে, কবে তাদের টিকা দেয়া হবে এবং কবে তারা প্রজনন করবে- সবই একদম নিয়ম মাফিক।
নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ন্যান্সি গর্ভবতী হয়ে গেল।কিভাবে, কে সেই অর্বাচীন ন্যান্সির শাবকদের পিতা তা বের করতে বিএসএফ কোর্ট অব ইনকোয়ারি বসিয়েছে। কুকুরগুলির দেখাশোনা করার জন্য যে হ্যান্ডলার থাকে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
কিভাবে নিয়মের বাইরে গিয়ে ন্যান্সি প্রেম করল ও সন্তানের জননী হলো তা জানাটা বড় জরুরি বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত বর্ডার পোস্টের।
বিশেষ করে ন্যান্সির ওপর যখন দায়িত্ব ছিল চোরাচালান রোখার। বাংলাদেশ থেকে ইয়াবা আসে পশ্চিমবাংলায়। ন্যান্সির ওপর বিশেষ দায়িত্ব ছিল এই ইয়াবা ট্যাবলেট খুঁজে বের করার।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।