ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র মিলন চৌধুরীকে (২৬) যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
মামলায় রায় বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে পুত্রের নামে জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পিতা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে মিলন চৌধুরী। আহত অবস্থায় হারুন অর রশীদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় মা হালিমা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন । রায় প্রদানকালে অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।