মাহবুব পিয়াল,ফরিদপুর
কনকনে এই শীতে ফরিদপুরের বান্ধবপল্লীর শিশুদের মাঝে শীত উদযাপন করতে নন্দিতা সুরক্ষা পরিচালিত হাসিমুখ পাঠশালায় শিশুদের মাঝে প্রতিবছরবে মত এবারও কম্বল বিতবন করেছে নন্দিতা সুরক্ষা টিম।
বৃহস্পতিবার দুপুরে বান্ধবপল্লীর শিশু শিক্ষার্থীদের হাতে শীত নিবারনের কম্বল তুলে দেন তারা। এ বছর কম্বল বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ এস এম আলি আহসান,উপপরিচালক, সমাজসেবা অধিদফতর, ফরিদপুর। ডা. তানসীভ জুবায়ের নাদিম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, ফরিদপুর। ডা. আলামিন সরোয়ার, কো অর্ডিনেগর, সিভিল সার্জন, ফরিদপুর।, বান্ধব পল্লীর প্রতিনিধি আলো রানী, সহ নন্দিতা সুরক্ষার প্রতিনিধি জুবায়ের আহমেদ তরু, জান্নাতুল ফেরদৌসী মিতু, নুরুল হুদা, আবিদ শরিফ, পল্লবী এবং তাহিয়াতুল জান্নাত রেমি প্রমুখ। এই কার্যক্রমে অর্থায়ন করেছেন লাইফ প্লাস নামে একটি সংস্থা। মূলত সমাজের যে সব শিশুরা কমিউনিটি ভিত্তিক জীবন যাপন করছে তাদের জন্যে প্রতিবছর নন্দিতা সুরক্ষা এই কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।