গ্রহের দুই সেরা ফুটবলার হওয়াতেই এত আগ্রহ। বলা হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির কথা। কাতার বিশ্বকাপে দুই মহাতারকার দেখা হওয়ার সুযোগ একটা ছিল। কিন্তু পর্তুগাল আগেই ছিটকে যাওয়ায় ভক্তদের স্বপ্ন তখনই বিলীন হয়ে গেছে। তবে ফুটবল দেবতা তাদের হতাশ করলেন না। ২০২০ সালের পর আবার রোনালদো-মেসির দ্বৈরথের দেখা মিলছে।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ রাত ১১টায় মেসিদের প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর সমন্বিত অল স্টার একাদশ। রোনালদো তাতে খেলবেন আল নাসরের প্রতিনিধি হয়ে।
ম্যাচটা কতটুকু সাড়া ফেলেছে তা এই তথ্যই বোধহয় যথেষ্ট- বেয়ন্ড ইমাজিনেশন নামের ভিআইপি টিকিট বিক্রি হয়েছে ২.৬ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি টাকার বেশি।
খেলাটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস, ইয়াসিন টিভি ও পিএসজির অফিশিয়াল টেলিভিশন চ্যানেলে। এছাড়া পিএসজির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, টুইটার, ফেসবুক পেজেও সেটি সম্প্রচার করার কথা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।