ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি চুক্তি নবায়ন করতে চাইলেও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এমনটা চাইছেন না। গত কদিন ধরে মেসিকে ঘিরে নানান কথা প্রচলিত থাকলেও ক্রীড়া ক্ষেত্রে প্রভাবশালী স্প্যানিশ পত্রিকা দৈনিক মার্কা বলছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন মেসি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া খবর থেকে জানা গেছে, মেসিকে ফেরানোর জন্য বার্সেলোনা যেমন চেষ্টা করছে অন্যদিকে অ্যারাবিয়ান ক্লাব আল হিলালও টাকার বস্তা নিয়ে তার পেছন পেছন ঘুরছে। তবে এগুলোকেই সম্ভাবনা হিসেবে দেখছে মার্কা।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানায়, মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর আগেই চুক্তি নবায়নের প্রস্তাবের কথা ভাবছে লা প্যারিসিয়ানরা।
মার্কা যখন এমন কথা বলছে তখন ইউরোপীয় গণমাধ্যমগুলো বলছে মেসি পিএসজিতেই থাকবেন। কিন্তু আল হিলাল ও বার্সেলোনার বিষয়ে উল্লেখ করে স্প্যানিশ পত্রিকাটি বলছে, কাতালান ক্লাবকেই মেসি তার ঠিকানা হিসেবে বেছে নেবেন। কারণ হিসেবে পত্রিকাটি বলছে, পিএসজিতে খেলার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
সংবাদমাধ্যমটি বলছে, মেসিকে ফেরাতে বার্সেলোনার প্রধান তার বেতনের বড় একটা অংশ ছেড়ে দেওয়ার জন্য নাকি প্রস্তুত আছেন।
মার্কা জানায়, শুধু বার্সেলোনা নয়, মেসিকে দলে টানতে একই সময় চেষ্টা করছে ইন্টার মায়ামি, নিউওয়েলস ওল্ড বয়েজ এবং আল হিলাল এফসিও।
স্পেনের আরেক গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মেসিকে দলে টানতে ইতিমধ্যে তাকে পারিশ্রমিক হিসেবে বার্ষিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার কোটি টাকা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।