প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৫:৫৩ পি.এম
বিশ্বকাপের সময় বাংলাদেশিদের সেই সমর্থনকে আজও মনে রেখেছেন আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পরতি বাংলাদেশি সমর্থকদের সমর্থন ছিলো বেশ দেখার মত। পুরো বিশ্বজুড়েই পৌঁছে গিয়েছিলো লিওনেল মেসিদের প্রতি বাংলাদেশি মানুষদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মেসি-ডি মারিয়াদের ড্রেসিংরুমেও পৌঁছে গিয়েছিলো লাল সবুজের দেশটিতে থাকা তাদের অগণিত ভক্তদের রাত জাগার গল্প। বাংলাদেশিদের সেই অকুন্ঠ সমর্থনের প্রতিদান দিতে ভুল করেনি আর্জেন্টিনা।
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন মেসি বাহিনী। এছাড়া বিশ্বকাপের সময়ই আর্জেনাটিনার কোচ লিওনেল স্কালোনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বাংলাদেশের সমর্থকদের প্রতি। দক্ষিণ আমেরিকার দেশটির সাধারণ মানুষও সেসময় মেতেছিলো বাংলাদেশ বন্দনায়। কিছুদিন আগেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিও বাংলাদেশের সমর্থনের বিষয়টিকে দুর্দান্ত বলে জানিয়েছেন।
বিশ্বকাপের পর পেরিয়ে গেছে অনেকদিন। তবুও বিশ্বকাপের সেই আমেজ যেন এখনও শেষ হয়নি মেসিদের দেশে। বিশ্বকাপের সময় বাংলাদেশিদের সেই সমর্থনকে তারা মনে রেখেছেন আজও।
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের পতাকাও। প্রিমেরা ডিভিশন লিগের হুরাকেন ও বেনফিল্ড ম্যাচের আগে মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করে শ্রদ্ধা জানায় লিগ কর্তৃপক্ষ। যেখানে লেখা ছিল ‘ধন্যবাদ বাংলাদেশ’।
ফুটবল লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা এক ছবিতে দেখা যায় প্রদর্শিত হওয়া বাংলাদেশের পতাকা। সেখানে আরও লেখা রয়েছে, ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।