করোনাভাইরাসের শুরু থেকে তথ্য প্রদানকারী আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৩৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৮৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৩৭০ জনে।
এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৪১ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬০৬ জনের। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩৩ জন, রাশিয়ায় ৩৮ জন, তাইওয়ানে ৭৮ জন এবং ফ্রান্সে ২৮ জন।
এদিকে শুক্রবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন ৮ জন রোগী শনাক্ত হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।