১১তলা থেকে লাফিয়ে গুরতর আহত চারজন, তাদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু; সাতজনকে জীবিত উদ্ধার
রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ১২তলা ভবনের সপ্তমতলায় লেগে যাওয়া আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে একজনের মরদেহ ও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জানা গেছে, যারা আগুনে আটকে পড়েছেন তারা ভবনটির ছাদে আশ্রয় নিয়েছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে নয়টি ইউনিট কাজ করলেও আরো চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে যাচ্ছে। এগুলোসহ মোট ইউনিট হবে ১৩টি ইউনিট। এখন পর্যন্ত ওই ভবন থেকে একজন নারীসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Leave a Reply