প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ৪:২৪ এ.এম
ফরিদপুর জেলা যুবলীগের এমপি নিক্সন চৌধুরীর জন্মদিন পালন
ফরিদপুরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর ৪৫তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) ফরিদপুর যুবলীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার। সভায় নিক্সন চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার বলেন, নিক্সন চৌধুরী যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুবলীগ চেয়ারম্যানের নির্দেশে ত্রাণ ও শীতবস্ত্র থেকে শুরু করে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে সারাদেশের মানুয়ের মনে স্থান করে নিয়েছেন তিনি। সেই যুবনেতার জন্মদিন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের আহ্বায়ক কমিটির অন্য সদস্য মো. তাওফিক হোসেন, লাভলু মুন্সী, যুব নেতা আসিবুর রহমান ফারহান, মিজানুর রহমান টুটুল বিশ্বাস, কাউসার আকন্দসহ আরও অনেকে।
আলোচনা ও দোয়া শেষে খাবার বিতরন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।